মঙ্গলবার, ২৫ মে, ২০২১ ০০:০০ টা
এক দিন পরই সূচকের বড় উত্থান

১৮০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

নিজস্ব প্রতিবেদক

আগের দিনের দরপতন থেকে ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। গতকাল সপ্তাহের দ্বিতীয় দিন মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৮০০ কোটি টাকার বেশি।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের (রবিবার) তুলনায় ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪২ পয়েন্টে উঠে এসেছে। সবকটি মূল্যসূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমে ৬৬টির এবং ৫৫টির দাম অপরিবর্তিত থাকে। সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর লেনদেন হয়েছে ১ হাজার ৮২০ কোটি ৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪৮৫ কোটি ৯৯ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। শেয়ারের সর্বোচ্চ দর ওঠে ৮৯.২০ টাকা। কোম্পানিটির ১৩৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইনস্যুরেন্সের ৫৪ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৭৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর