মঙ্গলবার, ২৫ মে, ২০২১ ০০:০০ টা

ওষুধের নকল মোড়ক তৈরির দায়ে ১১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গুরুত্বপূর্ণ ওষুধের নকল মোড়ক ও প্যাকেট তৈরির দুটি কারখানায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে র‌্যাব-১০ এর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

তিনি বলেন, বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গুরুত্বপূর্ণ ওষুধের নকল মোড়ক ও প্যাকেট তৈরি করার অপরাধে অনুমোদনহীন কাওয়ান এন্টারপ্রাইজ কোম্পানিকে ১০ লাখ টাকা ও দেশ ল্যাবরেটরিজ (ভেষজ) কোম্পানিকে ১  লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নকল মোড়ক ও প্যাকেট তৈরি করার ৭০টি ডাইস জব্দ করা হয়। বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা যাত্রাবাড়ী এলাকায় কভিড-১৯ নিরাময়ে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধের নকল মোড়ক ও প্যাকেট তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

সর্বশেষ খবর