মঙ্গলবার, ২৫ মে, ২০২১ ০০:০০ টা
কৃষি

১৯ হাজার টাকা বিক্রি দুই পাঙ্গাশ

রাজবাড়ী প্রতিনিধি

১৯ হাজার টাকা বিক্রি দুই পাঙ্গাশ

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় আকারের দুটি পাঙ্গাশ মাছ। এর মধ্যে একটির ওজন সাত কেজি ৫০০ গ্রাম, আরেকটির ওজন পাঁচ কেজি ৫০০ গ্রাম। বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়। গতকাল সকাল ৬টার দিকে গোয়ালন্দ উপজেলার ফেরিঘাটের উজানে নিমাই বেপারীর জালে মাছ দুটি ধরা পড়ে। পদ্মা নদী থেকে মাছ দুটি ফেরিঘাট এলাকায় নিয়ে এলে খোলা ডাকের মাধ্যমে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করেন। দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, অনেক দিন হলো নদীতে পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে না। সকালে নিমাই মাছ দুটি আমার দোকানের সামনে আনলে খোলা ডাকে মাছ দুটি বিক্রি করতে চান। আমি খোলা ডাকে অংশগ্রহণ করে সর্বোচ্চ ডাকে মাছ দুটি ক্রয় করি। বড় মাছ দুটি ফেরিঘাটে বিক্রির জন্য আনলে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ উৎসুক জনতা মাছ দুটি দেখতে ভিড় করেন। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, অনেক দিন হলো পদ্মা নদীতে পাঙ্গাস মাছের দেখা নেই। এখন পদ্মায় পাঙ্গাসের সময় নয়। তবে বর্ষা মৌসুম প্রায় আসন্ন। এবার যে পদ্মায় বড় আকারের পাঙ্গাস মাছ পাওয়া যাবে তারই আভাস পাওয়া যাচ্ছে।

সর্বশেষ খবর