বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

বুদ্ধপূর্ণিমা আজ

নিজস্ব প্রতিবেদক

বুদ্ধপূর্ণিমা আজ

আজ বুধবার বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। এ দিনে বুদ্ধের জন্ম, বোধি লাভ ও মহাপরিনির্বাণ হয়েছিল। করোনা ভাইরাসের কারণে এ বছরও সীমিত পরিসরে এ উৎসব উদযাপিত হবে। সব বৌদ্ধ বিহার, প্যাগোডায় সামাজিক দূরত্ব বজায় রেখে সমবেত প্রার্থনা হবে।

প্রায় আড়াই হাজার বছর আগে এই তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতমবুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনি কাননে। এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন ভারতের বিহার রাজ্যের গয়ায়। এ ছাড়া গৌতমবুদ্ধের মৃত্যুও হয়েছিল এ রাতেই। এ জন্যই এ তিথিকে বলা হয় বুদ্ধপূর্ণিমা। এ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকে। দেশের বিভিন্ন স্থানে যথাযথ ধর্মীয় মর্যাদায় প্রতিবছর বুদ্ধপূর্ণিমা পালন করা হলেও করোনার কারণে গত বছরের মতো এবারও ঘরেই উদযাপন করতে বলা হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে ‘শুভ বুদ্ধপূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব’ সংক্ষিপ্ত করে ধারাবাহিকতা সমুন্নত রাখবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে ‘শুভ বুদ্ধপূর্ণিমা সম্মিলিত প্রতীকী শান্তি শোভাযাত্রা’ আয়োজন করা হবে। শোভাযাত্রায় ভিক্ষুসংঘ, শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিসহ বৌদ্ধ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন। শোভাযাত্রায় অংশ নেওয়া সবার হাতে থাকবে পদ্মফুল, ধর্মীয় ও জাতীয় পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার ও অভয় মুদ্রার বুদ্ধের প্রতিকৃতি। প্রতীকী শোভাযাত্রায় ও সম্প্রীতি উৎসবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া বৌদ্ধ নাগরিকদের মধ্যে ‘মানবিক উপহার সামগ্রী’ বিতরণসহ ঢাকা ও ঢাকার আশপাশে আটটি বৌদ্ধ বিহারে ‘দানীয় সামগ্রী’ প্রদান করবে বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর