বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

সারা দেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত

যথাযথ মর্যাদায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত হয়েছে। করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে গতকাল সারা দেশের বৌদ্ধ বিহার ও প্যাগোডায় সামাজিক দূরত্ব বজায় রেখে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজধানীর শাহবাগে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ জাতীয় সম্মিলিত প্রতীকী শান্তিশোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি ড. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়ার পরিচালনায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং মহাথেরো আশিনো দীনরক্ষিত আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন। পরে মন্ত্রী অতিথিদের নিয়ে পরিষদের পক্ষে আগতদের মধ্যে উপহারসামগ্রী তুলে দেন ও শোভাযাত্রায় অংশ নেন। উল্লেখ্য, বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পালিত হয়। তাদের মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতমবুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনি কাননে। এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায়। এ ছাড়া গৌতমবুদ্ধের মৃত্যুও হয়েছিল এ রাতেই। আর এ কারণেই এ তিথিকে বলা হয় বুদ্ধপূর্ণিমা।

সর্বশেষ খবর