বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা
মেডিকেল বোর্ডের বৈঠক

এখনো কিডনি জটিলতা কাটেনি খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনায় গতকালও মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছে। দুপুর আড়াইটা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। এরপর মেডিকেল বোর্ডের একজন সদস্য বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা পরবর্তীতে ম্যাডামের (খালেদা জিয়া) কিডনি, হার্ট ও লিভার সমস্যা কাটেনি। তাকে আরও দীর্ঘ সময় চিকিৎসা নিতে হবে। বাংলাদেশে তাঁর উন্নত চিকিৎসার কিছু সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়া উচিত। তাঁর শারীরিক অবস্থা এখন আকাশপথে ভ্রমণ করার উপযোগী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে বর্তমানে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মেডিকেল বোর্ড ম্যাডামের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিদিনই আমরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর রাখছি। তিনি এখনো পোস্ট কভিড জটিলতা কাটিয়ে উঠতে পারেননি। ম্যাডাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’ এ দিকে চিকিৎসকদের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার ফুসফুস থেকে পানি সরানোর জন্য সর্বশেষ পাইপটিও খুলে ফেলা হয়েছে। ফিজিওথেরাপির অংশ হিসেবে এখন প্রতিদিনই একটু একটু করে তাকে হাঁটাচলা করানো হয়। তবে করোনা পরবর্তী জটিলতায় কিডনির সমস্যা এখনো শঙ্কামুক্ত হননি। হার্টবিট বাড়ার কারণে তাকে আরও কিছুদিন সিসিইউতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তার চিকিৎসকরা। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তাঁর চিকিৎসা চলছে।

সর্বশেষ খবর