শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

দুই দিনে সামান্য কমেছে সংক্রমণ হার

নিজস্ব প্রতিবেদক

দেশে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ হার দুই দিন ধরে কমলেও এখনো ৮ শতাংশের ওপরে রয়েছে। মঙ্গলবার ১০ দশমিক শূন্য ৮ শতাংশ সংক্রমণ হারের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। বুধবার ৯ দশমিক ১১ শতাংশ আর গতকাল তা ৮ দশমিক ১২ শতাংশে নামে। তবে ঈদের ছুটিতে দুই দিন সংক্রমণ হার ৭ শতাংশের নিচে নামলেও আবার বেড়ে ১০ শতাংশ ছাড়িয়ে যায়। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯১৫টি নমুনা পরীক্ষায় ১ হাজার ২৯২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ১২ শতাংশ। এই সময়ে মারা গেছেন ২২ জন, যা আগের দিনের চেয়ে পাঁচজন বেশি। সুস্থ হয়েছেন ১ হাজার ২৯১ জন, যা শনাক্ত রোগীর চেয়ে একজন কম। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৪৮০ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৩০০ নতুন আক্রান্ত শনাক্ত হলেও আইসোলেশনে গেছেন ৪২৫ জন। সুস্থ ও মৃত বাদে গতকাল দেশে শনাক্ত সক্রিয় করোনা আক্রান্ত ছিলেন ৪৭ হাজার ৩৪৮ জন। এর মধ্যে ১৮ হাজার ৩৮৮ জনের আইসোলেশন নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে ১৪ জন ছিলেন পুরুষ, আটজন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতের মধ্যে ১১ জন ষাটোর্ধ্ব, ছয়জন পঞ্চাশোর্ধ্ব, তিনজন চল্লিশোর্ধ্ব, একজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে পাঁচজন করে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী, দুজন করে বরিশাল ও রংপুর এবং তিনজন সিলেট বিভাগে মারা গেছেন। সারা দেশের কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের ১১ হাজার ৯৯৪টি সাধারণ শয্যার মধ্যে গতকাল ২ হাজার ২১৮টিতে রোগী ভর্তি ছিলেন। এ ছাড়া ১ হাজার ১৩২টি আইসিইউর মধ্যে রোগী ছিলেন ৩১০টিতে। বাকি রোগীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর