শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

এক দিনের ব্যবধানে বাড়ল সংক্রমণ ও মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৫৮, মৃত্যু ৩১

নিজস্ব প্রতিবেদক

এক দিনের ব্যবধানে বাড়ল সংক্রমণ ও মৃত্যু

এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণ হার ও মৃত্যু দুটোই বেড়েছে। গত এক দিনে ১৪ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৩৫৮ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৩০ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৮ দশমিক ১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১ জন। আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ২২ জন। দিনের ব্যবধানে সংক্রমণ হার ১ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। বেশি মৃত্যু হয়েছে ৯ জনের। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৫১১ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ২২১ জন। গত এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৮ জন ছিলেন পুরুষ ও ১৩ জন নারী। হাসপাতালে ৩০ জন ও বাড়িতে ১ জন মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৩ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৭ জন পঞ্চাশোর্ধ্ব, ৫ জন চল্লিশোর্ধ্ব, ৪ জন ত্রিশোর্ধ্ব, ১ জনের বয়স ছিল ১১ থেকে ২০ বছর ও ১ জনের বয়স ছিল ০ থেকে ১০ বছরের মধ্যে। এর মধ্যে ১০ জন ঢাকা, ১০ জন চট্টগ্রাম, ৬ জন খুলনা, ২ জন রাজশাহী, ২ জন রংপুর ও ১ জন সিলেট বিভাগে মারা গেছেন। গতকাল দেশের কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর ১১ হাজার  ৯৬৪টি সাধারণ শয্যার মধ্যে ২ হাজার ২৫৬টিতে রোগী ভর্তি ছিল। ১ হাজার ১৩২টি আইসিইউর মধ্যে রোগী ভর্তি ছিল ৩২৩টিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর