মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

টিকটকে কেন হচ্ছে সর্বনাশ

টিকটকসহ কয়েকটি সামাজিক মাধ্যম নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে অভিভাবক মহলে। সর্বশেষ ভারতের বেঙ্গালুরে বাংলাদেশি এক অসহায় মেয়েকে পাচার করে পৈশাচিকভাবে গণধর্ষণ ও সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে পুরো ভারতজুড়েই তোলপাড় সৃষ্টি হয়। ভারতীয় পুলিশ রেডঅ্যালার্ট জারি করেছিল। পরে সংশ্লিষ্ট সবাইকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে এক বাংলাদেশি যুবকও ছিল। জানা গেছে, অনেক বখাটে টিকটকের নামে বিভিন্ন অপরাধ করে চলেছে। যা সৃষ্টি করছে সামাজিক ও নৈতিক অবক্ষয়। পরিস্থিতি নিয়ে পুলিশও সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থান নিয়েছে। এ ছাড়াও আরও কিছু সামাজিক মাধ্যম নিয়ে অভিভাবক ও আইনপ্রয়োগকারী সংস্থার মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। কোনো কোনো সামাজিক মাধ্যম মাদক বেচাকেনাসহ বিভিন্ন অপরাধে অবাধে ব্যবহৃত হচ্ছে। সার্বিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে সমাজ ও মনোবিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছেন জিন্নাতুন নূর

 

অবাধ ব্যবহারে অপব্যবহার রোধ করা যাচ্ছে না

 

সাইবার প্যাট্রলিং বাড়াতে হবে

 

নিতে হবে মনিটরিংয়ের আওতায়

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর