মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

৫৪ জনের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট ফটকে জাফরুল্লাহ-সাকি-নূর

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বরাবর ছাত্র অধিকার পরিষদের ৫৪ নেতা-কর্মীর মুক্তির দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সঙ্গে সাক্ষাৎ করে এমন দাবি জানিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আন্দোলনের সময় আটক ছাত্র অধিকার পরিষদের ৫৪ নেতা-কর্মীর মুক্তির দাবি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে দেখা করতে যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। প্রথমে তাদের হাই কোর্টের মাজার গেটে আটকে দেয় পুলিশ। পরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সাতজনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন- গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

সর্বশেষ খবর