মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা
ভারতে নারী পাচার

ঝিনাইদহে টিকটক মডেল আটক

ঝিনাইদহ প্রতিনিধি

টিকটকে মডেল করার লোভ দেখিয়ে ভারতে নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আশরাফুল ইসলাম ওরফে রাফিকে আটক করেছে র‌্যাব। রবিবার সকালে আশরাফুলকে ঝিনাইদহ শহরের এইড কমপ্লেক্সে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আটক করা হয়। তবে এ ব্যাপারে মুখ খোলেনি র‌্যাব। এর আগে ভোরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে অভিযান চালিয়ে আশরাফুলের স্ত্রী বন্যা খাতুন, তার দুই ভাগ্নে অনিক ও রনিকে আটক করলেও বিকালে তাদের ছেড়ে দেওয়া হয়। আটক আশরাফুল টিকটক মডেল। জানা যায়, রবিবার ভোরে ঢাকা থেকে আসা র‌্যাবের একটি দল আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী ও দুই ভাগ্নেকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ঝিনাইদহ শহরের এইড কমপ্লেক্সে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আশরাফুলকে আটক করে। আশরাফুলের বাবা আইনুদ্দিন মন্ডল জানান, ঈদের আগে আশরাফুল ভারতের বেঙ্গালুরু থেকে বেনাপোল হয়ে বাংলাদেশে এলে তাকে ঝিনাইদহে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখে প্রশাসন। এরপর রবিবার তাকে কোয়ারেন্টাইন সেন্টার থেকে আটক করে র‌্যাব। তার ছেলে সেখানে কী করত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে বলেছে মোটর গ্যারেজের ব্যবসা আছে তার। পুরনো গাড়ি কিনে সারিয়ে বিক্রি করে। নাদপাড়া গ্রামের ইউপি সদস্য ওয়াজেদ আলী জানান, আশরাফ ছোটবেলা থেকে গান-বাজনা ও কৌতুক করে বেড়াত। দরিদ্র ঘরের সন্তান, গ্রামের মাদরাসায় পড়াশোনা করত। মাঠে কামলার কাজ করত। এরপর ঢাকা চলে যায়।

মাঝে-মাঝে বাড়ি আসত। এরপর ভারতে চলে যায় এবং বেঙ্গালুরুতে থাকত এবং মাঝে-মাঝে বাড়িতে আসত। দ্রুত তার অবস্থার উন্নতি ঘটে। বাড়িতে বিল্ডিং করে। মাঠে জমিও কেনে। রবিবার ভোরে আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রী ও দুই ভাগ্নেকে আটক করে র‌্যাব। সকাল ৯টার পর দ্বিতীয় দফা অভিযান চালায় র‌্যাব। বাড়ি থেকে তার স্ত্রীর পাসপোর্ট, ভারতের একটি নাগরিকত্ব সনদপত্র, দুটি পেনড্রাইভ ও কয়েকটি ক্রেডিট কার্ড তার বাড়ি থেকে জব্দ করে র‌্যাব। এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, একটি মামলা সংক্রান্ত বিষয়ে র‌্যাব ঢাকা থেকে এসে আশরাফুল ইসলাম নামে এক যুবককে নিয়ে গেছে। বিস্তারিত বলতে পারব না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর