বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

২৩ দিনে সর্বোচ্চ মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ১৭৬৫, মৃত্যু ৪১

নিজস্ব প্রতিবেদক

২৩ দিনে সর্বোচ্চ মৃত্যু

দেশে করোনাভাইরাসে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে, যা গত ২৩ দিনের মধ্যে সর্বোচ্চ। আর আগে এর চেয়ে বেশি ৫৬ জনের মৃত্যু হয়েছিল গত ৯ মে। এই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৫ জন। সংক্রমণ হার ৯ দশমিক ৬৭ শতাংশ। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগী, মৃত্যু ও সংক্রমণ হার বৃদ্ধি পেয়েছে। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৭১০ জন। সংক্রমণ হার ছিল ৯ দশমিক ৪১ শতাংশ। মৃত্যু হয়েছিল ৩৬ জনের। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ লাখ ২ হাজার ৩০৫ জন। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৬৬০ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ৪১ জনের মধ্যে ২৬ জন ছিলেন পুরুষ ও ১৫ জন নারী। হাসপাতালে ৩৮ জন ও বাড়িতে তিনজন মারা যান। বয়স বিবেচনায় মৃতের মধ্যে ২৪ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১০ জন পঞ্চাশোর্ধ্ব, চারজন চল্লিশোর্ধ্ব, দুইজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল শূন্য থেকে ১০ বছরের মধ্যে। এর মধ্যে ১৫ জন ঢাকায়, ১১ জন চট্টগ্রামে, ছয়জন রাজশাহীতে, চারজন খুলনায়, দুইজন বরিশালে ও তিনজন সিলেট বিভাগে মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে সংক্রমণের শুরু থেকে সর্বোচ্চ ২ হাজার ৪০৪ জনের মৃত্যু হয়েছে গত এপ্রিল মাসে। গত মাসে মারা গেছেন ১ হাজার ১৬৯ জন।

সর্বশেষ খবর