বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

দুই মাস পর কক্সবাজারে ফ্লাইট ওঠানামা, ফিরেছে কর্মচাঞ্চল্য

বিমানের ফ্লাইট শুরু কাল

নিজস্ব প্রতিবেদক

দুই মাস বন্ধ থাকার পর কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। গতকাল বেলা সোয়া ১১টায় বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার এবং ইউএস বাংলার ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে কক্সবাজার বিমানবন্দরের স্তব্ধতা ভাঙে। ফিরে আসে কর্মচাঞ্চল্য। তবে বিমান বাংলাদেশ এয়ালাইনসের ঢাকা কক্সবাজার  ঢাকা রুটের ফ্লাইট চালু হবে আগামীকাল। গত ৫ এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের অভ্যন্তরীণ গন্তব্যে ২০ এপ্রিল থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হলেও ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে উড়োজাহাজ চলাচল এত দিন বন্ধ ছিল। প্রায় দুই মাস পর সেটি চালু হলো। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে বৃহস্পতিবার থেকে চালু হবে। প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে তারা ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করছে। প্রথম দিন সকালে দুটি ফ্লাইট ঢাকা ছাড়ে। বেলা ১১টা এবং তার কিছু পরে দুটি ফ্লাইট কক্সবাজার অবতরণ করে। নভোএয়ার কর্তৃপক্ষ একই সঙ্গে স্মাইলস গ্রাহকদের জন্য সব রুটের টিকিটের মূল্যে ১০% ছাড়ের ঘোষণা দিয়েছে। ১০% ছাড়ের অফারটি উপভোগ করতে স্মাইলস গ্রাহকদের আজ থেকে ৩১ জুলাই এর মধ্যে নভোএয়ারের যে কোনো বিক্রয় কেন্দ্র থেকে টিকিট ক্রয় করতে হবে। এ ছাড়া যে কোনো যাত্রী তাৎক্ষণিকভাবে স্মাইলস গ্রাহক হয়ে এই অফারে টিকিট ক্রয় করতে পারবেন। অন্যদিকে ইউএস-বাংলা ঢাকা-কক্সবাজার রুটের ফ্লাইট ঢাকা ছেড়ে কক্সবাজার অবতরণ করেছে।

সর্বশেষ খবর