বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিজয় সরণিতে গাড়িতে বসা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন ছিনতাই হয়েছে। গতকাল একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই তার মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি বর্ণনা করেন। এ ঘটনায় ছিনতাইয়ের দিন রবিবার রাতেই কাফরুল থানায় মামলা (নম্বর-৩৬) করেছেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর। ঘটনার সময় মন্ত্রীর গাড়ির সামনে ও পেছনে প্রটোকল এবং মন্ত্রীর গাড়িতে গানম্যান থাকলেও তারা ছিনতাইকারীকে ধরতে পারেননি। মন্ত্রী বলেন, ‘হঠাৎ করে এক ঝলকে অবিশ্বাস্য রকম গতিতে ঝড়ের মতো এসে হাত থেকে মোবাইল ফোন নিয়ে চলে গেল। আমি দেখিনি লোকটাকে। আমাদের লোক গাড়ি থেকে নামল। কিন্তু ওই ৩০-৪০ সেকেন্ডের মধ্যে লোকটা কোথায় মিশে গেল!’ আইফোন-এক্স সিরিজের আইফোনটি মন্ত্রীর ছেলে আমেরিকা থেকে কিনে উপহার হিসেবে পাঠিয়েছিলেন বলে জানা গেছে। আইফোনটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী হাসিচ্ছলে পুরো ঘটনার বর্ণনা করেন। তিনি জানান, ৩০ মে সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে ৬টা ৪৫ মিনিটে বিজয় সরণি এলাকা অতিক্রম করছিলেন। একপর্যায়ে গাড়িটি সিগন্যালে অপেক্ষা করছিল। তখন গাড়ির এসি বন্ধ করে দিয়ে কাচ নামিয়ে দেন মন্ত্রী। তিনি বলেন, ‘গাড়িটা দাঁড়িয়ে ছিল। আমি পেছনের সিটে বসা ছিলাম। আমার হাতে মোবাইল ছিল। আমি মোবাইলে কিছু একটা করছিলাম। হয়তো নিউজ পড়ছিলাম। হঠাৎ করে এক ঝলকে অবিশ্বাস্য রকম গতিতে ঝড়ের মতো এসে হাত থেকে মোবাইল ফোন নিয়ে চলে গেল। কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু আজিফ বলেন, ‘আমরা মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তে কাজ চলছে। পুলিশের পাশাপাশি ডিবি এ বিষয়ে কাজ করছে।’

সর্বশেষ খবর