বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

মনোহরদীতে রাতের আঁধারে মন্দিরে দুর্বৃত্তদের আগুন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্ত্তিবাসদী শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ জিঁওর আখড়ায় এ ঘটনা ঘটে। আখড়ার ভক্তরা জানান, কীর্ত্তিবাসদী মন্দিরের আশপাশে ১২ থেকে ১৪টি হিন্দু পরিবার বসবাস করে। তারা শান্তিপূর্ণ পরিবেশে তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। আখড়ায় দুর্গা মন্দির, রাধা-কৃষ্ণ মন্দির    ও নাট মন্দির রয়েছে। সোমবার রাতে ভক্তরা মন্দিরে পূজা-অর্চনা করে তালা দিয়ে বাড়ি চলে যান। গতকাল সকালে পূজা-অর্চনা করতে এসে রাধা-কৃষ্ণ মন্দিরের তালা ভাঙা দেখতে পান। ভিতরে গিয়ে তারা দেখেন, রাধা-কৃষ্ণের বিগ্রহ মাটিতে ফেলে তাতে পাটের চট দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মন্দিরের পূজার জিনিসপত্র রাখার গুদামঘরের তালা ভেঙে তাতেও আগুন দেওয়া হয়েছে। পরে মন্দির কর্তৃপক্ষ থানায় খবর দিলে সিআইডি ও পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি উপজেলা পূজা উদ্্যাপন পরিষদসহ হিন্দুধর্মের নেতারা মন্দির পরিদর্শন করেন। কীর্ত্তিবাসদী শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ জিঁওর আখড়ার সহসভাপতি বিকাশ চন্দ্র দাস বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি। এর আগে মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটেনি। এজন্য মন্দিরে কোনো নিরাপত্তাপ্রহরী রাখা হয়নি। কিন্তু সকালে মন্দিরে আমরা আগুন দেখে ভয় পেয়ে যাই। আমরা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’ মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে আমাদের ধারণা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা তদন্ত করে তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। এ ব্যাপারে মন্দির কমিটি থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।’

সর্বশেষ খবর