বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্রমণ বাড়ছে ঢাকার বাইরে

আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ১৯৮৮

নিজস্ব প্রতিবেদক

সংক্রমণ বাড়ছে ঢাকার বাইরে

দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৮ জনের দেহে। মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদফতরের তথ্যানুযায়ী, গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯১৪ জন করোনা রোগী। এ নিয়ে গতকাল পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৫৯টি। এতে শনাক্তের হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ২১ জন ছিলেন পুরুষ ও ১৩ জন নারী। বয়স বিবেচনায় ১৮ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৮ জন পঞ্চাশোর্ধ্ব, ৫ জন চল্লিশোর্ধ্ব ও ৩ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ১১ জন ঢাকা, ৫ জন করে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা, ৩ জন করে সিলেট ও রংপুর এবং ২ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। এদিকে দেশের মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ শতাংশের নিচে থাকলেও অনেক এলাকায় শনাক্তের হার ৪ থেকে ৭ গুণ পর্যন্ত বেশি। বাড়ছে মৃত্যুও। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্যানুযায়ী, চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করোনা শনাক্ত হয়েছে ১৯৩ জনের। আরটি-পিসিআর ল্যাবে ২৭১টি নমুনা পরীক্ষায় ১৭২ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে ৮৩ নমুনার বিপরীতে ২১ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার যথাক্রমে ৬৩ দশমিক ৪৬ শতাংশ ও ২৫ দশমিক ৩০ শতাংশ। বাগেরহাটের মোংলায় কঠোর বিধি-নিষেধের মধ্যেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গতকাল মোংলায় ৬৬ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬০ ভাগের বেশি। সংক্রমণ বাড়ায় মোংলায় ৮ দিনের কঠোর বিধি-নিষেধ জারি থাকলেও যানবাহন ও লোকজনের চলাচল প্রতিদিনই বাড়ছে। অধিকাংশ লোকজন মাস্ক ছাড়া চলাচল করছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায়ও সাতজন মারা যান।

নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ২১৩ জনের। গত আট দিনে রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৭ জনের করোনা পজিটিভ ছিল। বর্তমানে ভর্তি আছেন ২২০ জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন করোনা রোগীর চাপ বাড়ছে। আর সব রোগীর মধ্যেই অক্সিজেনের চাহিদা দেখা দিয়েছে। নাটোরে গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ শতাংশ। এ  অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর