বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ০০:০০ টা

আসছে ভারতের পিঁয়াজ, কমবে দাম

নিজস্ব প্রতিবেদক

বাজেটের আগেই পিঁয়াজের দাম কেজিপ্রতি হাফ সেঞ্চুরি ছাড়িয়েছে। গত সপ্তাহেও প্রতি কেজি দেশি পিঁয়াজ ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে গত দুই দিন ধরে পণ্যটির দাম বাড়তে থাকে দফায় দফায়। সর্বশেষ গতকাল ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি। এ অবস্থায় ভারত থেকে পণ্যটি আমদানির অনুমোদন দিচ্ছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, দুই দিনের মধ্যে ভারতীয় পিঁয়াজ দেশেই পাওয়া যাবে, দামও কমতে থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশে যেহেতু পণ্যটির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে, সে কারণে আমরা কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছি যাতে ব্যবসায়ীদের পিঁয়াজ আমদানির অনুমোদন (আইপি) দেওয়া হয়। এরই মধ্যে কৃষি মন্ত্রণালয় আইপি দেওয়া শুরু করেছে। আগামী দুই দিনের মধ্যে ভারতীয় পিঁয়াজ দেশে পাওয়া যাবে। এদিকে রাজধানীর শ্যামবাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশি পিঁয়াজ বাজারে আসার পরপরই সরকার ভারত থেকে পণ্যটি আমদানির অনুমোদন দেওয়া বন্ধ রাখে। একই সময়ে লকডাউনের কারণে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় ভারত থেকে পিঁয়াজ আসা বন্ধ রয়েছে গত মার্চের পর থেকে। এ অবস্থায় গত সপ্তাহ পর্যন্ত দেশি পিঁয়াজের দাম পাইকারি বাজারে ৩০ থেকে ৩২ টাকা এবং খুচরা বাজারে ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে এরই মধ্যে আরেক দফা লকডাউনের মেয়াদ বাড়ায় পণ্যটির দাম বাড়তে শুরু করে। চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ভারতীয় পিঁয়াজ আমদানির ঘোষণায় দেশের পাইকারি বাজারে এক দিনের ব্যবধানেই প্রতি কেজি পিঁয়াজে ৩ থেকে ৫ টাকা করে দাম কমেছে। জানা গেছে, বেনাপোলসহ আরও কয়েকটি স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আনা যাবে- সরকারের এমন একটি সিদ্ধান্তের কারণে পিঁয়াজের বাজার পড়তে শুরু করেছে। বর্তমানে বাজারে দেশি এবং মিয়ানমারের পিঁয়াজ পর্যাপ্ত থাকলেও পাইকারিতে দাম চল্লিশোর্ধ। এ অবস্থায় ভারতীয় পিঁয়াজ ঢুকলে পাইকারি-খুচরা উভয় ক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম আরও কমে আসবে বলে মনে করছেন দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জের আড়তদার ও ব্যবসায়ীরা। খাতুনগঞ্জের পুরনো আড়তদার মাতৃভান্ডারের স্বত্বাধিকারী রিতাপ উদ্দিন বাবু বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের তরফ থেকে ভারত থেকে পিঁয়াজের ইমপোর্ট পারমিট (আইপি) দেওয়ার ঘোষণায় বাজারে হঠাৎ করেই পিঁয়াজের দাম কমতে শুরু করেছে। মঙ্গলবার পাইকারি বাজারে দেশি ও মিয়ানমারের পিঁয়াজের দাম ছিল ৪৫ থেকে ৪৭ টাকা। কিন্তু গতকাল কমে ৪২ থেকে ৪৩ টাকায় নেমে এসেছে একই পিঁয়াজ। হিলি থেকে আমাদের প্রতিনিধি জানান, হিলি সীমান্তের ওপারে পিঁয়াজের দাম বেশ কম হলেও এপারে বেশি। আমদানিকারক মাহফুজার রহমান বাবু জানান, ভারতের অভ্যন্তরে পিঁয়াজের দাম কমে এসেছে। আমদানির অনুমতি পাওয়ার জন্য এরই মধ্যে তারা আইপির জন্য আবেদন করেছেন। অনুমতি পেলে আবারও পিঁয়াজের আমদানি শুরু হবে। আমদানিকারক বাবলুর রহমান বলেন, পিঁয়াজ আমদানির অনুমতি পাওয়া গেলে প্রচুর পরিমাণে আমদানি করা হবে। তাতে ভোক্তা সাধারণ স্বল্পমূল্যে পিঁয়াজ কিনতে পারবেন।

সর্বশেষ খবর