শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল সন্ধ্যায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে   স্থানান্তর করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো পুরোপুরি সুস্থ নন। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই। তার উন্নত চিকিৎসায় দেশের বাইরে নেওয়া জরুরি। এদিকে চিকিৎসকেরা জানান, গেল সপ্তাহে হঠাৎ করেই জ্বর আসে খালেদা জিয়ার। তিন দিন পর জ্বর কমে যায় তার। তবে এখনো করোনা পরবর্তী জটিলতা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বেগম জিয়া। এটা কাটিয়ে উঠতে তার আরও কিছুদিন সময় লাগবে। আরও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শও দেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

সর্বশেষ খবর