শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

কমল করপোরেট ও শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানির কর

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি বিনিয়োগ ও জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা অর্জন করতে নতুন বাজেটে করপোরেট কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট বক্তব্যে ২০২১-২০২২ অর্থবছরে করপোরেট করহার আরও কমিয়ে নন-লিস্টেড কোম্পানির ক্ষেত্রে করহার ৩২ দশমিক ৫ শতাংশ থেকে ৩০ শতাংশ করার প্রস্তাব দেন তিনি। আর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য করহার ২৫ শতাংশ থেকে ২২ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মোবাইল ফোন কোম্পানির কর হার অপরিবর্তিত রয়েছে। বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বেসরকারি বিনিয়োগ ও জিডিপি অনুপাত হলো ২৩ শতাংশ। সরকার এই অনুপাত বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। করপোরেট করহার কমিয়ে আনলে বেসরকারি বিনিয়োগ ও জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হতে পারে। বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে এবং কভিড-১৯ চলমান পরিস্থিতিতে তাই বাংলাদেশেও করহার পুনঃনির্ধারণ করা সময়ের দাবি।

সর্বশেষ খবর