শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা
টু কি টা কি

ফেসবুকে অর্থমন্ত্রী যা লিখলেন

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে অর্থমন্ত্রী যা লিখলেন

জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিজের ফেসবুক পেজে বাজেট নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, “জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ জাতীয় বাজেট ২০২১-২২।” সেই সঙ্গে অর্থমন্ত্রীর জাতীয় সংসদে প্রবেশের সময় তার নিজের গাড়ি থেকে নামার বেশ কয়েকটি ছবিও আপলোড করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। মহামারীর বাস্তবতায় দাঁড়িয়ে মানুষের জীবন-জীবিকা বাঁচিয়ে অর্থনীতি জাগানোর চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদের সামনে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। গতকাল বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। তার আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতবারের মতো এবারও অর্থমন্ত্রী মুস্তফা কামালকে বাজেট দিতে হয়েছে করোনাভাইরাস মহামারীর সংকটে টিকে থাকার পাশাপাশি অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে। তার এবারের বাজেটের শিরোনাম- ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’।

সর্বশেষ খবর