রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা

বজ্রপাতে তিন জেলায় মৃত্যু ছয়জনের

প্রতিদিন ডেস্ক

বজ্রপাতে গতকাল শরীয়তপুর, মাদারীপুর, নরসিংদী এবং ঢাকার সাভারে ছয়জনের মৃত্যু হয়েছে। দুপুরে শরীয়তপুরের জাজিরায় দুজনের, নরসিংদীতে  নারীসহ দুজনের, মাদারীপুরের শিবচরে এক কৃষকের এবং সকালে ঢাকার ধামরাইয়ে অপর কৃষকের মৃত্যু হয়। নিহতরা হলেন, শরিয়তপুরের মূলনা ইউনিয়নের জয়সাগর গ্রামের ফেলু খলিফার ছেলে তাইজুল ইসলাম খলিফা(৬২), পালেরচর ইউনিয়নের ডা. মফিজুল ইসলাম রাঢ়ী কান্দি গ্রামের হুজুর পেয়াদার ছেলে আবদুুল মালেক পেয়াদা (৪০), মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের পশ্চিম       সন্ন্যাসীরচর গ্রামের সোলেম ব্যাপারীর ছেলে ইব্রাহিম  ব্যাপারী (৫০) এবং ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশুরিয়া এলাকার বাবু ব্যাপারীর ছেলে আবদুুল খালেক (৪৫)। শরিয়তপুর প্রতিনিধি জানান, বেলা দেড়টার দিকে বজ্রপাতে জয়সাগর গ্রামের তাইজুল ইসলাম খলিফা এবং রাঢ়ী কান্দি গ্রামে আবদুুল মালেক পেয়াদা বজ্রপাতের শিকার হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাইজুল ইসলাম খলিফা রাস্তা দিয়ে যাওয়ার সময় এবং মালেক পেয়াদা জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন। মাদারীপুর প্রতিনিধি জানান, দুপুর দেড়টার দিকে বজ্রপাতে ইব্রাহিম ব্যাপারী মারা যান। এ সময় তার ভাই হুমায়ুন ব্যাপারী (৬০) আহত হয়েছেন। নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেলাব উপজেলায় এক নারী ও মনোহরদী উপজেলায় এক পুরুষ রয়েছেন। নিহতরা হলেন, বেলাব উপজেলার চরউজিলাব গ্রামের কাছু মিয়ার স্ত্রী আফিয়া  বেগম (২৫) ও মনোহরদীর চালাকচর সাওপাড়া গ্রামের মুঞ্জুর সাহার ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী গুরুদেব সাহা (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আফিয়া বেগম চরউজিলাব গ্রামের আড়িয়াল খাঁ নদের পাড়ে জমিতে কৃষি কাজ করছিলেন। এসময় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে গুরুদেব বৃষ্টিতে বাড়ির পাশে আমবাগানে আমকুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হন। ঘটনার পর পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। মনোহরদী থানার ওসি আনিছুর রহমান বলেন, প্রচ  ঝড়বৃষ্টির মধ্যে গুরুদেব বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান। সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর