রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

লকডাউন শিথিল হচ্ছে দিল্লিতে

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সোমবার থেকে লকডাউন শিথিল হচ্ছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে বলেছেন, ১৯ এপ্রিলের পর এই প্রথম মেট্রো পরিষেবা চালু হবে। তবে প্রতিটি মেট্রোতে মোট যাত্রীর ৫০ শতাংশকে সর্বপ্রথম ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট দেওয়া হবে। দিল্লির সব শপিং মল, বাজার ও দোকানহাট খুলবে। তবে রোজ সব দোকান খুলবে না। দিল্লির পরিবেশ দূষণ রুখতে যেমন জোড়-বিজোড় সংখ্যার মোটরগাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল তেমনি দোকানও জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে খুলতে দেওয়া হবে। খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। শপিং মলের বাইরের দোকানগুলো রোজ খোলা হবে। মুখ্যমন্ত্রী জানান, বেসরকারি অফিসে পালা করে ৫০ শতাংশ কর্মী হাজিরা দিতে পারবেন। সে ক্ষেত্রে হাজিরার সময়সীমা নির্দিষ্ট না করে ভাগ করে দেওয়া হবে। সরকারি দফতরে প্রথম শ্রেণির অফিসাররা রোজ কাজ করবেন। অন্যরা ৫০ শতাংশ। তবে বাড়ি থেকে কাজ করতে পারলেই ভালো। তিনি বলেন, কভিড পরিস্থিতির যেমন যেমন উন্নতি হবে তেমন তেমন লকডাউন শিথিল করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, এর পরের ঢেউয়ে শিশুরা আক্রান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। তা মোকাবিলার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। তৃতীয় ঢেউয়ে ৩৭ হাজার অল্প বয়সী আক্রান্ত হতে পারে। ‘তার জন্য আমরা প্রস্তুত আছি’। দিল্লির কভিড পজিভিটির হার এখন দশমিক ৬৩ শতাংশ। শুক্রবার মোট আক্রান্ত হয়েছেন ৫২৩ জন এবং মারা গেছেন ৫০ জন। তিনি জানান, পর্যাপ্ত অক্সিজেন সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ খবর