রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা
কৃষি

করলা চাষে নীরব বিপ্লব

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

করলা চাষে নীরব বিপ্লব

করোনার এই সময়ে এবার করলা, তিতা হলেও চাষে ফলন ও দাম ভালো পাওয়ায় হাজার হাজার কৃষক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। আর এই করলা দিনাজপুরের সবচেয়ে বেশি চাষ ও বিক্রি হয় খানসামায়। বেশি ফলনের পাশাপাশি ব্যয়ও অপেক্ষাকৃত কম। তাই অল্প সময়ে বেশি লাভের কারণে করলা চাষে স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক পরিবার। করলার মৌসুম শেষের দিকে। নিজের চাহিদা মিটিয়ে প্রতিদিন তা বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষক। এ করলা চাষ যেন নীরব বিপ্লব ঘটিয়েছে খানসামার কয়েক গ্রামের কৃষক। সবুজ আর হলুদে ভরে উঠেছে খানসামা উপজেলার পূর্ব হাশিমপুর, পশ্চিম হাশিমপুর, আঙ্গারপাড়া, ডাঙ্গাপাড়া, পূর্ব ডাঙ্গাপাড়া, বালাডাঙ্গা, খামারপাড়া, হোসেনপুর, তেবাড়িয়া, গোবিন্দপুরসহ কয়েকটি গ্রামের করলার খেতে। এসব করলার বেশির ভাগই রানীপুকুরি জাতের। করলা চাষ করে হাসি ফুটেছে ওইসব গ্রামের ১০ হাজার কৃষক পরিবারের মুখে। ওইসব গ্রাম এখন করলার গ্রাম হিসেবে পরিচিত। প্রতিদিন ওইসব গ্রাম থেকে শত শত মণ করলা ট্রাক-টেম্পোযোগে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নোয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। করলাকে কেন্দ্র করে খানসামার পাকেরহাট, বুড়িরবাজার, তেবাড়িয়া, বাহাদুরবাজার, মরিয়মবাজারে প্রতিদিন বিশাল পাইকারি বাজার বসে। পাইকাররা প্রতিদিন ৩০-৩৫ ট্রাক করলা ক্রয় করেন। খানসামার ডাঙ্গাপাড়ার কৃষক আইনুল হক জানান, তিনি ২ বিঘা জমিতে এবার করলা চাষ করেছেন। এরই মধ্যে প্রায় ১ লাখ টাকার করলা বিক্রি করেছেন এবং আরও ১ লাখ টাকার অধিক করলা বিক্রি করতে পারবেন। বালাডাঙ্গা গ্রামের কৃষক মনসুর আলী জানান, তার ৬০ শতক খেতের করলা চাষে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। আর এ পর্যন্ত ১ লাখ টাকার করলা বিক্রি করেছেন আরও ৬০-৭০ হাজার টাকার করলা বিক্রি করতে পারবেন। খেত থেকে পাইকারি দরে ক্রয় করে ঢাকায় সরবরাহ করে স্থানীয় মনসুর আলী। তিনি জানান, এখন কৃষকের কাছ থেকে ৭০০-৮০০ টাকা মণ ধরে করলা কিনে ঢাকায় বিক্রি করছি ১০০০-১২০০ টাকা মণ দরে। খানসামা উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে করলা চাষ লাভজনক হওয়ায় দিন দিন এর আবাদ বৃদ্ধি পাচ্ছে। এবার খানসামা উপজেলায় আড়াই হাজার হেক্টর জমিতে করলার চাষ হয়েছে। প্রতি হেক্টরে ১২/১৪ মেট্রিক টন করলা উৎপাদিত হয়েছে। যা বিগত বছরের তুলনায় অনেক বেশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর