সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

অলিগলিতেও জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে তাপপ্রবাহের যন্ত্রণা কিছুটা কমিয়েছে গত কয়েক দিনের বৃষ্টি। গতকাল সকাল থেকে আকাশে সূর্যের দাপট থাকলেও দুপুরের পর রাজধানীর পথঘাট ভেজে বৃষ্টির পানিতে। মুষলধারে বৃষ্টি না হলেও রাত অবধি থেমে থেমে ঝরতে থাকে বৃষ্টি। এতে জনমনে  স্বস্তি এলেও এই অল্প বৃষ্টিতেই রাজধানীর অনেক অলিগলিতে পানি জমে যায়। অনেক ওয়ার্ডে ভাঙাচোরা রাস্তার কারণে সৃষ্টি হয় কাদা। ভোগান্তিতে পড়েন মানুষ।

আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় হয়েছে ১১৮ মিলিমিটার। আবহাওয়া অধিদফতর জানায়, গতকাল দুপুরের পর রাজধানীতে বৃষ্টি শুরু হয়। আজও সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। তবে ভারি বর্ষণের কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও আশপাশের কিছু অঞ্চল ছাড়া দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্র অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া ফরিদপুর, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু দাবদাহ কিছুটা কমবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর