মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

লকডাউন উঠতেই দিল্লিতে আগের মতো ট্রাফিক জ্যাম

নয়াদিল্লি প্রতিনিধি

সোমবার থেকে দিল্লিতে লকডাউন শিথিল করা হয়েছে। লকডাউন উঠে যেতেই মহানগরীর যানজটের সেই পুরনো ছবি ফিরে এলো। আইটিও-আস্রম চক্করে গাড়ির ভিড়। মানুষ নিজ নিজ দফতরে যাওয়া শুরু করতেই মোটরগাড়ি, স্কুটার, সিএনজি এবং কিছু বাস চলতে শুরু করে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অনুরোধ করেছিলেন যারা বাড়ি থেকে কাজ করতে পারেন তাদের অফিসে না গেলেও চলে। বেসরকারি দফতরে হাজিরা ৫০ শতাংশ। সরকারি দফতরে প্রথম শ্রেণির অফিসাররা সবাই এবং বাকিরা ৫০ শতাংশ।

মেট্রোরেল পরিষেবা চালু হয়েছে। ৫০ শতাংশ যাত্রীকে অনুমতি দেওয়া হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণ করতে মেট্রো স্টেশন কিছু সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে স্যানিটাইজেশনের জন্য। এখন দিল্লিতে করোনা পজিটিভিটির হার মাত্র দশমিক ৫ শতাংশ। বাজার ও দোকান জোড়-বিজোড় নম্বরে খোলা। দিল্লির নিকটবর্তী গুরগাঁওসহ হরিয়িনায় শপিং মল, রেস্টুরেন্ট, বার খোলা হয়েছে। সুইমিং পুল, জিম, ক্লাব ও সিনেমা হল বন্ধ। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা। উপশহর নয়ডা ও উত্তর প্রদেশের অন্যান্য এলাকায় রাত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে। ভারতের অন্য রাজ্যের মধ্যে মুম্বাই, পুনেতে লকডাউন শিথিল করা হয়েছে। চেন্নাইতেও শিথিল।

সর্বশেষ খবর