মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনে শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। আগের দিনের ধারাবাহিকতায় সব সূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে। ডিএসইর প্রধান মূল্যসূচক ৬ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে।

ডিএসইতে লেনদেন শেষে প্রধান মূল্যসূচক আগের দিন রবিবারের তুলনায় ৬২ পয়েন্ট কমে ৫ হাজার ৯৭৫ পয়েন্ট হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ২৪২টির। ২৭টির দাম অপরিবর্তিত থাকে। কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর লেনদেন হয়েছে ২ হাজার ৮৩ কোটি ২৮ টাকা টাকা। আগের দিন লেনদেন হয় ২ হাজার ৬৬৯ কোটি ৩৮ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ২৪৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বেক্সিমকোর শেয়ার আগের দিনের তুলনায় সাড়ে ৫টাকা দর হারিয়ে ৯১ টাকায় বেচাকেনা হয়। দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স ৩৬ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩১ কোটি ৪০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১৮৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৯০ কোটি ৬৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম বেড়েছে। বিপরীতে ১৮৭টির দাম কমেছে এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর