শুক্রবার, ১১ জুন, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

বাঘের আক্রমণে হরিণ লোকালয়ে

বাগেরহাট প্রতিনিধি

বাঘের আক্রমণে হরিণ লোকালয়ে

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত একটি মায়া হরিণ লোকালয় থেকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন বৈদ্যমারী গ্রামের একটি বাড়ি থেকে বাঘের আক্রমণে আহত হরিণ উদ্ধার করে বন বিভাগ। বাঘের আক্রমণে আহত হরিণটিকে উদ্ধারের পর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে দুপুরে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন গহিন বনে হরিণটি অবমুক্ত করা হয়। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ এনামুল হক বলেন, বেশ কিছুদিন আগে বাঘের আক্রমণে গুরুতর আহত হয় হরিণটি। জীবন বাঁচাতে নদী সাঁতরে লোকালয়ে চলে আসে। সুন্দরবনের ওয়াইল্ডটিমের সহযোগিতায় আমরা হরিণটি উদ্ধার করি। হরিণটির  দেহে বিভিন্ন স্থানে ক্ষতের দাঁগ ছাড়াও অনেক স্থানে পোকা ধরেছে। চিকিৎসা ও ওষুধ প্রয়োগ করে আমরা হরিণটিকে আবারও সুন্দরবনে অবমুক্ত করে দিয়েছি।

সর্বশেষ খবর