শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

সাগরে লঘুচাপ দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। বয়ে যাচ্ছে মৌসুমি বায়ু। এসবের প্রভাবে আগামী কয়েক দিন দেশের প্রায় সব এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিভিন্ন এলাকায় সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টির। এ ছাড়া সাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারির সম্ভাবনা রয়েছে। গতকাল আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান গণমাধ্যমকে জানান, দেশে এরই মধ্যে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির পরিমাণ বেড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে লঘুচাপ। সব মিলিয়ে আগামী তিন থেকে চার দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তিনি বলেন, চট্টগ্রামসহ উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি হবে। হয়তো একটানা বৃষ্টি হবে না। তবে থেমে থেমে বৃষ্টি হতে পারে। সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় ৩ নম্বর সতর্কসংকেত দেওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায় ৭৫ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার।

সর্বশেষ খবর