শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

নারী পাচারের অভিযোগে গ্রেফতার আরেক নারী

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার থেকে মোছা. রেহানা বেগম (২২) নামে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। গত বৃহস্পতিবার র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন বড়দেশী পশ্চিমপাড়ার ১/১ রোডের ৫৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে রেহানা বেগমকে গ্রেফতার করে। রেহানার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। এ সময় এক ভুক্তভোগী নারীকেও উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেন বলেন, ভুক্তভোগী ওই নারীকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি দেশে যৌনতায় বাধ্য করার উদ্দেশ্যে পাচার করার চেষ্টা করছিল চক্রটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রেহানার দেওয়া তথ্যের বরাত দিয়ে জানান, জাকির হোসেন নামে চক্রের এক সদস্য ভুক্তভোগী নারীকে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে আসেন। এরপর তারা দুজন মিলে ওই নারীকে বাড়ির একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। গত চার মাস ধরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ওই নারীকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়। ভুক্তভোগী ওই নারী শারীরিক সম্পর্ক করতে না চাইলে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। র‌্যাবের এ কর্মকর্তা জানান, অভিযানে মানব পাচারকারী চক্রের সদস্য রেহানাকে গ্রেফতার করা সম্ভব হলেও আসামি জাকির হোসেন পলাকত। এ ছাড়া চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর