রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

সিরিয়াফেরত আইটি বিশেষজ্ঞ জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিরিয়াফেরত আইটি বিশেষজ্ঞ জঙ্গি গ্রেফতার

চট্টগ্রামে জঙ্গি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সিরিয়াফেরত এক যুবককে গ্রেফতার করেছে সিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সিটিটিসি জানিয়েছে, গ্রেফতার সাখাওয়াত হোসেন লালু (৪২) ইন্দোনেশিয়াতেও জিহাদি কার্যক্রম পরিচালনা করেছেন। শুক্রবার রাতে খুলশী থানার চট্টগ্রাম আহলে হাদিস জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। লালু নগরীর দামপাড়া এলাকার শেখ মো শমসের আলীর ছেলে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। সিটিটিসির অতিরিক্ত  উপ-কমিশনার আহমেদ পেয়ার বলেন, ‘গত ২২ মার্চ ইন্দোনেশিয়া থেকে দেশে ফেরেন লালু। তিনি সিরিয়া এবং ইন্দোনেশিয়ায় জঙ্গি কর্মকান্ডে অংশগ্রহণ করেছিলেন। পরে দেশে এসেও জঙ্গি কর্মকান্ড চালিয়ে যান। তিনি আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।’

পুলিশের দেওয়া তথ্যমতে, ১৯৯৭ সালে মাধ্যমিক পাস করার পর লালু ভারতের  বেঙ্গালুরের জহরলাল নেহেরু প্রি ইউনিভার্সিটি কলেজ থেকে পাস করেন। এরপর দেশে এসে ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন কম্পিউটার ইনস্টিটিউটে কম্পিউটার বিষয়ক বিভিন্ন কোর্স করেন। ২০০৭ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। ২০১১ সালে ফের দেশে ফিরে আসেন। ২০১২ সালে ভায়রা ভাই মো. আরিফ ও মামুন নামে এক জঙ্গির অনুপ্রেরণায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যুক্ত হন। তখন থেকে তিনি সংগঠনটির আইটি বিশেযজ্ঞ হিসেবে কাজ করছেন। ২০১৭ সালে বাংলাদেশ থেকে তুরস্ক গিয়ে সেখান থেকে অবৈধভাবে সিরিয়ায় প্রবেশ করেন। সেখানে ‘হায়াত তাহরীর আরশাম’-এর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে সিরিয়ার ইদলিব শহরে যুদ্ধে অংশ নেন। এরপর তুরস্ক হয়ে ইন্দোনেশিয়ায় চলে যান। সেখানেও জঙ্গি কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সর্বশেষ খবর