শিরোনাম
রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নবাবপুর রোডের দুটি আবাসিক হোটেল থেকে ১৬ জন ভিকটিমকে উদ্ধারসহ মানব পাচারকারী চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত শুক্রবার রাত ১০টার পর পৃথক দুটি হোটেলে অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধারসহ মানব পাচারকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- জুবায়ের আহসান (২৬), সজল ব্যাপারী (২৩), মো. জয়নাল মিয়া (২২), মো. জান মিয়া (২৫) ও মো. আরমান (২২)। গ্রেফতারকৃত এবং উদ্ধারকৃত ভিকটিমদের প্রাথমিক জবানির বরাত দিয়ে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মাহফুজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এসব নারীকে প্রথমে চাকরির প্রলোভনে ঢাকায় নিয়ে এসে আটকে রাখা হয়। পরে ঢাকার বিভিন্ন এলাকায় রেখে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হয়। পরে এক  সময় সুবিধামতো সময়ে এই চক্র এসব নারীকে পার্শ্ববর্তী দেশে পাচার করে। তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কিছু নারীকে দুটি আবাসিক হোটেলে আটকে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালানো হয়। তারা বেশ কিছু দিন ধরে পরস্পর যোগসাজশে সংঘবদ্ধভাবে ও প্রতারণামূলকভাবে অবৈধ পথে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করে আসছিল। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানব পাচার আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

 

সর্বশেষ খবর