সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

শ্রমিক বিক্ষোভে পুলিশের ধাওয়ায় খুঁটিতে ধাক্কা একজনের মৃত্যু

সাভার প্রতিনিধি

শ্রমিক বিক্ষোভে পুলিশের ধাওয়ায় খুঁটিতে ধাক্কা একজনের মৃত্যু

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবির বিক্ষোভে পুলিশের ধাওয়ায় পালানোর সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল এ ঘটনা ঘটে। মৃত জেসমিন (৪২) ডিইপিজেডের পুরনো জোনের গোল্ডটেক্স গার্মেন্ট লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, গতকাল বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের পুরনো জোনের ‘লেনি ফ্যাশন’ নামের একটি কারখানার শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় শিল্প পুলিশের ধাওয়া খেয়ে দৌড়ে পালানোর সময় বৈদ্যুতিক লাইনের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান জেসমিন। পরে তার মৃত্যু হয়। একাধিক শ্রমিক জানান, গত ফেব্রুয়ারি মাসে ডিইপিজেডের পুরনো জোনের লেনি ফ্যাশন কারখানাটি করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ করে দেয় মালিকপক্ষ। গতকাল কারখানাটির শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে কারখানার সামনে গেলে কোনো সাড়া না পেয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ডিইপিজেডের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় কর্তৃপক্ষ ও পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস ছুড়ে তাদের নিয়ন্ত্রণ করে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়। তিনি জানান, আন্দোলনের সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিচ্ছিলাম। গোল্ডটেক্স গার্মেন্ট লিমিটেডের সুইং অপারেটর জেসমিন তখন দৌড়ে পালাতে গিয়েছিলেন। এ সময় খেয়াল না করায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগে তিনি মাথায় আঘাত পান। আমাদের তখন করার কিছুই ছিল না। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর