বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

ডিএজি-এএজি নিয়োগের বৈধতা প্রশ্নে রুল শুনতে বিব্রত হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ২০১৮ সালের জুলাইয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগের বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানিতে বিব্রত বোধ করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শুনানিতে বিব্রত বোধ করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি জানান, ‘২০১৯ সালের ১২ নভেম্বর দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হারুনুর রশীদ ও কামালউদ্দীন আহমেদ এবং এক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) আল মামুন কোন কর্তৃত্ববলে পদে আছেন তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাই কোর্ট। একই সঙ্গে আরও ছয় সহকারী অ্যাটর্নি জেনারেলের বিষয়ে যাচাই করে প্রতিবেদন দিতে বার কাউন্সিল সচিবকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই রুলের জবাব দাখিল না করায় এবং বার কাউন্সিল থেকে কোনো পদক্ষেপ না পেয়ে রুল শুনানির উদ্যোগ নেওয়া হয়। সেই রুলের শুনানিতে বিব্রতবোধ করেছেন আদালত।’ আইনজীবী জানান, আদালত রুলটি শুনানিতে বিব্রত হওয়ায় নিয়ম অনুযায়ী বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি রুলটি শুনানির জন্য একটি বেঞ্চ নির্ধারণ করে দেবেন।

২০১৯ সালের ৮ সেপ্টেম্বর ১৭৫ জন আইন কর্মকর্তার (ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল) নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। আইনে নির্ধারিত পেশাগত অভিজ্ঞতার শর্ত পূরণ না করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দেওয়ায় রিট আবেদনটি করেন তিনি।

সর্বশেষ খবর