শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

চাঁদপুর পার্কে অজগরসহ আট বণ্যপ্রাণী উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর পার্কে অজগরসহ আট বণ্যপ্রাণী উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার দুটি মিনি পার্ক থেকে অবৈধভাবে রাখা দুটি অজগর, পাঁচটি বানর ও একটি শকুন উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

মঙ্গলবার বিকালে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক ও আবদুল্লাহ আস সাদিকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল আশিকাটি ইউনিয়নে ফাইভ স্টার শিশু পার্ক ও শাহমাহমুদপুর ইউনিয়নে কৃতিকুঞ্জ পার্ক থেকে এসব প্রাণী উদ্ধার করে। অভিযানে চাঁদপুর বন বিভাগের ফরেস্টার বিল্লাল হোসেন কাজীসহ অন্যরা সহযোগিতা করেন।

পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘দুটি পার্কে অনুমতি ছাড়া প্রদর্শনীর জন্য এসব বন্যপ্রাণী রাখা হয়েছে খবর পেয়ে আমরা অভিযানে যাই। অভিযানকালে ফাইভ স্টার পার্ক থেকে একটি অজগর, তিনটি বানর এবং কৃতিকুঞ্জ পার্ক থেকে একটি অজগর, একটি শকুন ও দুটি বানর উদ্ধার করা হয়।’ এ প্রাণীগুলো গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে রাখা হবে।

সর্বশেষ খবর