শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

ক্লিনিকে রোগীর বিয়ে ও বাসর

জামান আখতার, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় ক্লিনিকের শয্যায় রোগীর বিয়ে এবং বাসর সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নববিবাহিত বর-কনেকে একনজর দেখতে ক্লিনিকে ভিড় করেন অনেকে। বৃহস্পতিবার মধ্যরাতে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এতে বর হুসাইন আহমেদ (২৩) ও কনে তাসফিয়া সুলতানা মেঘা (১৯) দুজনেই খুশি।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে পাশের জেলা ঝিনাইদহে একটি সড়ক দুর্ঘটনায় আলমডাঙ্গার চকপাড়া গ্রামের আবদুস সোবহানের ছেলে হুসাইন আহমেদের ডান পা ভেঙে যায়। তাকে উদ্ধার করে এনে ভর্তি করা হয় আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে। হুসাইনের অসুস্থতার খবর পেয়ে বৃহস্পতিবার ক্লিনিকে ছুটে আসেন তার প্রেমিকা ঝিনাইদহের লেবুতলা গ্রামের তাসফিয়া সুলতানা। বরের পিতা আবদুস সোবহান বলেন, কনের পরিবার আমাদের পূর্ব পরিচিত। যে কারণে মেয়েটি পরিবারের  অজান্তে ক্লিনিকে চলে আসায় তার পিতার সঙ্গে যোগাযোগ করা হয়। এতে মেয়ের পিতা মনোক্ষুণ্ন হয়ে মেয়েকে ঘরে নেবে না বলে জানিয়ে দেয়। এ ঘটনা জানার পর মেয়েটিও বাড়ি না ফেরার জেদ করে। বাধ্য হয়ে আমরা কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করি। ক্লিনিক মালিক মুনজুন আলী বলেন, বরের পিতা আমার বাল্যবন্ধু। বন্ধুর অনুরোধেই ক্লিনিকে বিয়ের ব্যবস্থা করা হয়। তবে বর-কনে দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি সবাই স্বাভাবিক ভাবেই দেখছে।

সর্বশেষ খবর