রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

খুলনায় রেকর্ডসংখ্যক মৃত্যু

দ্রুত সংক্রমণ বাড়ছে ঢাকা-বরিশালে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০৫৭ মৃত্যু ৬৭

নিজস্ব প্রতিবেদক

খুলনায় রেকর্ডসংখ্যক মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৭ জনের মৃত্যু হয়েছে, যা ৪৮ দিনের মধ্যে সর্বোচ্চ। সংক্রমণের হটস্পট খুলনা বিভাগেই মারা গেছেন ২৪ জন, যা এখন পর্যন্ত বিভাগটিতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ ছাড়া সারা দেশে ১৬ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৫৭ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে বেশ কিছু দিন ধরেই নমুনা পরীক্ষায় সর্বোচ্চ শনাক্ত হার বজায় রয়েছে খুলনা বিভাগে। গত ২৪ ঘণ্টায় সারা দেশের নমুনা পরীক্ষায় গড় শনাক্ত হার ১৮.০২ শতাংশ থাকলেও খুলনায় ছিল ৩৪.৪৯ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। আগের দিন খুলনা বিভাগে শনাক্ত হার ছিল ৪০.৯১ শতাংশ। এদিকে এক দিনের ব্যবধানে খুলনা বিভাগে শনাক্ত হার ৬.৪২ শতাংশ কমলেও বরিশাল বিভাগে বেড়েছে ১১.৭৪ শতাংশ। ঢাকা বিভাগেও বেড়েছে ৪ শতাংশ। সীমান্ত সংযোগ না থাকায় বরিশালে এতদিন সংক্রমণ কম থাকলেও গত কয়েকদিন ধরে দ্রুত বাড়ছে। দুই সপ্তাহ আগেও বরিশাল বিভাগে শনাক্তের হার ৬ শতাংশের আশপাশে ছিল। গত ২৪ ঘণ্টায় সেটা বেড়ে ২৭.৩২ শতাংশে দাঁড়িয়েছে, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ শনাক্ত হার। আগের কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টায়ও দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের হার (২৯.১২ শতাংশ) ছিল রংপুর বিভাগে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৪৬৬ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে (১৩ থেকে ১৯ জুন) নমুনা পরীক্ষা ২২.১৪ শতাংশ বাড়লেও শনাক্ত বেড়েছে ৫৫.১৬ শতাংশ। মৃত্যু বেড়েছে ৪৬.৩০ শতাংশ। অন্যদিকে সুস্থতা বেড়েছে মাত্র ১০.৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত ৬৭ জনের মধ্যে ৩৪ জন ছিলেন পুরুষ ও ৩৩ জন নারী। বয়স বিবেচনায় ২৭ জন ছিলেন ষাটোর্ধ্ব, ২২ জন পঞ্চাশোর্ধ্ব, ১২ জন চল্লিশোর্ধ্ব, তিনজন ত্রিশোর্ধ্ব ও তিনজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ১৪ জন ঢাকা, ১১ জন চট্টগ্রাম, আটজন রাজশাহী, ২৪ জন খুলনা, একজন সিলেট, আটজন রংপুর ও একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। হাসপাতালে ৬৪ জন ও বাড়িতে তিনজন মারা গেছেন। এদিকে খুলনা বিভাগের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে ফরিদপুর, কুষ্টিয়া, সাতক্ষীরাসহ বেশ কিছু জেলা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও তথ্য-

খুলনা : বিভাগের অন্যান্য জেলার পাশাপাশি খুলনা জেলায়ও প্রতিদিন সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮.৫০ শতাংশ। এ সময় মারা গেছেন তিনজন। সংক্রমণ রোধে খুলনায় ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচামাল ও ওষুধ বহনকারী যানবাহন ছাড়া কোনো গণপরিবহন খুলনায় প্রবেশ করতে বা বের হতে পারবে না।

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। সাতজন মারা যান উপসর্গ নিয়ে। এ নিয়ে চলতি মাসের গত ১৯ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ১৯৩ জন।

সাতক্ষীরা : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ একজন ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় এক দিনে এটাই মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬০ দশমিক ৮৭ শতাংশ। এ পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাতক্ষীরাজুড়ে।

কুষ্টিয়া : গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এটিই জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩২ শতাংশ।

ফরিদপুর : করোনা শনাক্ত হয়ে ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। আর ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে নয়জনের। মৃতরা সবাই ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এটিই ফরিদপুরে এক দিনে সর্বোচ্চ মৃত্যু।

চুয়াডাঙ্গা : জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে গতকাল ৪ ঘণ্টার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। সংক্রমণ দ্রুত বাড়ায় চুয়াডাঙ্গা পৌর এলাকা ও পাশের আলোকদিয়া ইউনিয়নে আজ থেকে সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক।

দিনাজপুর : দিনাজপুর সদরে লকডাউনের মাঝে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮টি নমুনা পরীক্ষায় ৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭.১০ শতাংশ। এর মধ্যে দিনাজপুর সদরেই ৫৫ জন করোনায় আক্রান্ত।

নাটোর : গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ৩৭.৮৩ শতাংশ।

সর্বশেষ খবর