বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

অফিশিয়াল সিক্রেট অ্যাক্ট বাতিলের দাবি টিআইবির

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল করোনাকালে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় এ দাবি জানানো হয়। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাসুম বিল্লাহ। মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. গীতিয়ারা নাসরিন, অধ্যাপক আফসান চৌধুরী, সাংবাদিক বদরুদ্দোজা বাবু, জুলফিকার আলী মানিক, মানস ঘোষ, সাজ্জাদ আলম খান তপু, তালাত মামুন, শাকিল আহমেদ, মিরাজ চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান কভিড-১৯ বিষয়ক বিশেষ অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। আলোচনায় বলা হয়, অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে হুমকি হয়ে ওঠা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বিতর্কিত সব ধারা, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ১৯২৩ বিলুপ্ত ঘোষণা করতে হবে। যেকোনো মূল্যে করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে গণহারে সাংবাদিকদের চাকরিচ্যুতির বিষয়টি সরকারের নজরদারিতে আনতে হবে। এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনকে সম্মিলিতভাবে প্রয়াস নিতে হবে।

পেশাদারি মনোভাব নিয়ে গণমাধ্যমের সবাইকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। মূল প্রবন্ধে আরও বলা হয়, গণমাধ্যমকে জরুরি সেবা খাত হিসেবে স্বীকৃতি দিয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়মিত  বেতন-ভাতা ও জীবিকার নিশ্চয়তা বিধানে রপ্তানিমুখী শিল্পের জন্য ঘোষিত ঋণ প্রণোদনা কর্মসূচির মতো তহবিল ঘোষণা করতে হবে। পেশাগত সুরক্ষার পাশাপাশি শারীরিক ও স্বাস্থ্যগত সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নিতে হবে। প্রেস কাউন্সিলকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা নিতে হবে। জনস্বার্থে প্রকাশিত তথ্য সুরক্ষা আইন ২০১১ এর সুযোগ গ্রহণের উপযুক্ত পরিবেশ তৈরি জরুরি।

সর্বশেষ খবর