বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক

কয়েক দিন সূচকের উত্থানের পর দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। আগের দিনের লেনদেনে ডিএসইতে মূল্যসূচকের বড় উত্থান হয়। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে ছয় হাজার ১০৫ পয়েন্টে নেমেছে। পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে। ডিএসইতে দাম বেড়েছে ১৩৪টি প্রতিষ্ঠানের। বিপরীতে দাম কমেছে ২০৪টির এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে।

 দিনভর বাজারটিতে  লেনদেন হয়েছে দুই হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় দুই হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকা। টাকার অংকে ডিএসইতে সবচেয়ে  বেশি লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের  শেয়ার। কোম্পানির ১৪৭ কোটি ৯৬ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা  বেক্সিমকোর ৯৬ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার  লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ম্যাকসন স্পিনিং। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে দুই পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১০২ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৪টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর