বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

ভারতে করোনার তৃতীয় ঢেউ শঙ্কা রাহুল গান্ধীর

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর আশঙ্কা, ভারতে করোনাভাইরাসের ভয়ংকর তৃতীয় ঢেউ আসছে। তাঁর মতে ওটা আসতে বেশি দেরি করবে না। রাহুল গান্ধী মঙ্গলবার সকালে এক দীর্ঘ শ্বেতপত্র প্রকাশ করে ভারত সরকারকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা পেশ করেন। তিনি বলেন, ‘এই শ্বেতপত্র প্রকাশ করার উদ্দেশ্য কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের সমালোচনা নয়, বরং তৃতীয় ঢেউ মোকাবিলা করতে সরকারকে পরামর্শ দেওয়াও।’ তিনি মনে করেন, তৃতীয় ঢেউ আরও বেশি মারাত্মক আকার ধারণ করতে পারে। উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে রাহুল গান্ধীই প্রথম আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ভারতে করোনা সুনামির মতো ভয়াবহ হবে। শাসক দল বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানি অবশ্য রাহুল গান্ধীর সমালোচনা করে বলেন, ‘জ্ঞানী বাবা জ্ঞান দিচ্ছেন।’ রাহুল বলেন, ‘মোদি সরকার করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ রুখতে ব্যর্থ হয়েছে। তাই, এবার সরকারকে আগে থেকেই সতর্ক করছি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি একটি ভাষণ দেওয়ার সময় করোনায় মৃতদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে রাহুল বলেন, ‘চোখের জল ফেললেই মানুষের প্রাণ বাঁচানো যায় না। প্রয়োজন ছিল অক্সিজেন সরবরাহ করা। যা মোদি করতে পারেননি।’ তিনি বলেন, যারা মারা গেছে তাদের ৯০ শতাংশকে বাঁচানো যেত যদি সরকার নজর দিত। সম্প্রতি ভারত সরকার কভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার সময়সীমা বাড়িয়ে দিয়েছে। এখন নিয়ম করা হয়েছে, প্রথম ডোজ নেওয়ার ৮৪ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হবে। রাহুল গান্ধী এ প্রসঙ্গে বলেন, ‘অন্যান্য দেশে ভ্যাকসিন দেওয়ার সময়সীমা কমিয়ে দেওয়া হচ্ছে। ভারতে কোনো যুক্তি ছাড়াই সময়ের ব্যবধান বাড়ানো হয়েছে।’ সোমবার থেকে ভারতে টিকাকরণ ব্যাপক অভিযান চলছে। এক দিনেই ৮০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এটা একটা রেকর্ড। রাহুল এই উদ্যোগের প্রশংসা করেন। তবে তিনি বলেন, যতক্ষণ না সব নাগরিককে টিকা দেওয়া হবে ততক্ষণ কেউ নিরাপদ নয়।

সর্বশেষ খবর