শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

বিমানের পরিচালকসহ ১০ জনের বিদেশযাত্রায় দুদকের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

বিমানের পরিচালকসহ ১০ জনের বিদেশযাত্রায় দুদকের নিষেধাজ্ঞা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস মার্কেটিং বিভাগের পরিচালক আশরাফুল আলম, কার্গোর জি এম আরিফ উল্লাহসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আদালতের অনুমতি নিয়ে গতকাল পুলিশের ইমিগ্রেশন বিভাগে চিঠি দেয় দুর্নীতিবিরোধী এই সংস্থাটি।

নিষেধাজ্ঞা পাওয়া অন্য আটজন হলেন- বিমানের কার্গো শাখার সাবেক মহাব্যবস্থাপক আলী আহসান, মহাব্যবস্থাপক শামসুল করিম, কমার্শিয়াল সুপারভাইজার প্রমিতোষ তালুকদার, কমার্শিয়াল অফিসার রিয়াদ সোলেমান, কমার্শিয়াল সুপারভাইজার কক্সবাজার জিয়া উদ্দীন খান ঠাকুর, যুক্তরাজ্যের সাবেক কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, সিলেটের জেলা ব্যবস্থাপক এনায়েত হোসেন ও নীলফামারীর জেলা ব্যবস্থাপক মুহাম্মদ আসলাম পারভেজ। ২০১২ থেকে ১৭ সাল পর্যন্ত এ ৬ বছরে অনির্ধারিত মালবাহী ফ্লাইটে আসা এবং বিদেশে যাওয়া মালামাল থেকে আদায়যোগ্য ১১৮ কোটি টাকা বিমানের কোষাগারে জমা পড়েনি। বিমানের একটি চক্র সরকারকে ক্ষতিগ্রস্ত করে নিজেদের পকেট ভারী করেছেন। দুদকের অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এলে ২০১৯ সালের ১০ ডিসেম্বর ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন দুদক কর্মকর্তা আতাউর রহমান। ১১৮ কোটি টাকা লোপাটের অভিযোগে দায়ের হওয়া মামলাটি এখনো তদন্ত চলছে। তদন্ত সূত্র জানায়, অর্থ আত্মসাতে জড়িত আসামিদের কেউ কেউ বিদেশ যেতে চেষ্টা করছেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে আদালতের অনুমতি নিয়ে আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এদিকে প্রায় ৫ কোটি টাকা সম্পদের বৈধ কোনো উৎস দেখাতে না পারায় পাসপোর্ট অধিদফতরের সাবেক মহাপরিচালক আবদুল মাবুদ ও তার স্ত্রী নাসিমা খানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ ছাড়া বৃহস্পতিবার সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে তার স্থাবর-অস্থাবর সব সম্পদের হিসাব দিতে নোটিস পাঠিয়েছে দুদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর