শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

বেসরকারিভাবে করোনার অ্যান্টিজেন পরীক্ষার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বেসরকারিভাবে করোনার অ্যান্টিজেন পরীক্ষার অফিশিয়াল অনুমোদন দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে সরকারি নির্দেশ জারি হবে। অ্যান্টিজেন পরীক্ষার বিষয়ে গতকাল সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে স্বাস্থ্যসচিবের কাছে সরকারি নোট পাঠানো হয়েছে। এতে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) লিখেছেন, স্বাস্থ্যসেবা খাতে কয়েক মাস ধরে সরকারিভাবে ১০০ টাকায় অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। এখন বেসরকারি খাতে এই টেস্ট চালু করার প্রয়োজন দেখা দেওয়ায় ওষুধ প্রশাসনের অনাপত্তি সনদধারী দুটি কিটসকে অনুমোদন এবং বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে অ্যান্টিজেন পরীক্ষার জন্য সর্বোচ্চ ৭০০ টাকা মূল্য নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর