শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

আদার দাম বাড়তি, অপরিবর্তিত সবজি মাংস ডিম

নিজস্ব প্রতিবেদক

আদার দাম বাড়তি, অপরিবর্তিত সবজি মাংস ডিম

বাজার দর

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আদার দাম কেজিতে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে সবজি, পিঁয়াজ, ডিম, মুরগি, গরু ও খাসির মাংসের দাম। কারওয়ানবাজার, রামপুরা, খিলগাঁওসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আমদানি করা আদার কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১০০ থেকে ১২০ টাকার মধ্যে। আর এক সপ্তাহ আগে ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি আদার দাম বেড়ে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে হঠাৎ করে আদার দাম অস্বাভাবিক বেড়েছে। বেশি দামে কেনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তারা বলছেন, থেমে থেমে হওয়া বৃষ্টির প্রভাবে বাড়তে পারে কাঁচা সবজির দাম। এদিকে গত সপ্তাহে দাম বেড়ে যাওয়া ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে। অপরিবর্তিত রয়েছে পাকিস্তানি কক বা সোনালি মুরগি এবং লাল লেয়ার মুরগির দামও। রামপুরা বাজারে দেখা গেছে, ১৪০ থেকে ১৫০ টাকায় প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা। আর সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকায়। মুরগির পাশাপাশি দাম অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। ব্রয়লার মুরগির সঙ্গে গত সপ্তাহে দাম বেড়েছিল আলু ও ডিমের। সপ্তাহের ব্যবধানে এ দুটি পণ্যের দামও অপরিবর্তিত রয়েছে। আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকা। আর ফার্মের মুরগির ডিম ডজন বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। অপরিবর্তিত রয়েছে পিঁয়াজের দামও। গত সপ্তাহের মতো পিঁয়াজের কেজি ৪৫ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে। এদিকে সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে আগের মতো বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা। শসা ৪০ থেকে ৫০ টাকা, পটোল ৪০ থেকে ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ থেকে ৫০ টাকা। এ ছাড়া বরবটি ৬০ থেকে ৭০ টাকা, গাজর ৮০ থেকে ১০০ টাকা, পাকা টমেটো ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। কাঁচকলা, পেঁপে, কচুর লতি, লাউ ও উস্তের দামও সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। প্রতি পিস লাউ ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর