শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

শহীদজননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ।

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের সূচনাকারীর এ মহীয়সী নারী দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। তার ছেলে শাফি ইমাম রুমী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হন। রুমী ঢাকাকে পাকিস্তানি হানাদারমুক্ত করতে একাধিক বীরত্বপূর্ণ অভিযানে অংশ নেন। পরে রাজাকার-আলবদরদের সহায়তায় হানাদার বাহিনী রুমিসহ আরও  অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করে। লেখক ও সমাজকর্মী জাহানারা ইমামের উদ্যোগেই মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন গড়ে ওঠে। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংগঠন, সামাজিক-সাংস্কৃৃতিক-পেশাজীবী সংগঠন, ছাত্রসংগঠন ও জনতার সমন্বয়ে গঠন করেন ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি।’

সর্বশেষ খবর