শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

এইচএসসির ফরম পূরণ শুরু ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক

করোনার কারণে আটকে থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২৯ জুন। চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। তাই এ সংক্রান্ত ফিও আদায় করা যাবে না শিক্ষার্থীদের কাছ থেকে। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ২৮ জুন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে    প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীদের অনলাইনে ফি পাঠানোর শেষ তারিখ ১২    জুলাই।

তথ্যমতে, ফরম পূরণের জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৬৯৫ টাকা, কেন্দ্র ফি (ব্যবহারিক পরীক্ষাসহ) ৮০৫ টাকাসহ মোট ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে মানবিক শাখার শিক্ষার্থীদের ১ হাজার ৯৪০ টাকা ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ১ হাজার ৯৪০ টাকা জমা দিতে হবে। মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের কোনো বিষয়ের ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা জমা দিতে হবে। শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে- বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত কোনো ফি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না। অতিরিক্ত ফি নেওয়ার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম ফিলাপ প্যানেল বন্ধসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বোর্ডের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর