রবিবার, ২৭ জুন, ২০২১ ০০:০০ টা

এ ধরনের জাতীয় দুর্যোগে রাজনৈতিক ঐক্য জরুরি

-নজরুল ইসলাম মঞ্জু

এ ধরনের জাতীয় দুর্যোগে রাজনৈতিক ঐক্য জরুরি

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শুরু থেকেই বলে আসছে, করোনার মতো জাতীয় দুর্যোগে জাতীয় ঐক্য প্রয়োজন। সবাইকে নিয়েই দুর্যোগ মোকাবিলা করতে হবে। কারও বাড়িতে আগুন লাগলে সবাই যেমন ঝাঁপিয়ে পড়ে আগুন নেভাতে, সেখানে কে কোন দলের তা বিবেচনা করা হয় না, ঠিক তেমনি জাতীয় দুর্যোগে সমন্বিত প্রয়াস চালানো উচিত ছিল। এটা আমরা পাইনি। এর পরও আমরা পৃথকভাবে কাজ করে যাচ্ছি। আমরা জনগণের পাশে দাঁড়ানের চেষ্টা করেছি। খাদ্য সহযোগিতা দিয়েছি। চিকিৎসাসেবা দিচ্ছি। নানাভাবে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। আলাপচারিতায় সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘করোনার মতো দুর্যোগ মোকাবিলায় খুলনায় আমরা একটি কল সেন্টার স্থাপন করেছি। এর মাধ্যমে চিকিৎসাসেবা, অক্সিজেন, চিকিৎসকসহ অনলাইনে নানা সেবা দিয়ে যাচ্ছি। এর মধ্যে দক্ষিণাঞ্চলে যে ঘূর্ণিঝড় ইয়াস বয়ে গেল, সেখানেও আমরা ত্রাণ সহায়তা দিয়েছি। দুর্ভাগ্য হলো, ত্রাণ দিতেও আমরা বাধার সম্মুখীন হয়েছি। কোথাও কোথাও আমরা ত্রাণ দিতেই পারিনি। আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে।’ নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘গত বছর মার্চে যখন করোনা শুরু হয়, তখনই আমরা ২৫ হাজার দরিদ্র মানুষকে খাবার সহযোগিতা দিয়েছি। তবে সরকারের সহযোগিতা ও পরিকল্পনার যথেষ্ট অভাব রয়েছে। হাসপাতাল সংকট, চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন, আইসিইউসহ নানা সংকট আছে। সরকার যে লকডাউন, শাটডাউন বা বিধিনিষেধ দিচ্ছে, তা দরিদ্রদের জন্য কোনো খাবারের ব্যবস্থা না করেই করা হচ্ছে। সরকারের উচিত, সোমবার থেকে যে কঠোর লকডাউন দিচ্ছে তাতে হতদরিদ্র জনগোষ্ঠীর খাবারের ব্যবস্থা করা। না হলে লকডাউন বাস্তবায়ন করা কঠিন হবে। গত দেড় মাসে যেসব লকডাউন দেওয়া হয়েছে, তাতে কোনো কাজ হয়নি।’

খুলনা মহানগর বিএনপির এই সভাপতি বলেন, করোনা রোধে পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। কিন্তু এই সংকট দিন দিন বাড়ছেই। এ ছাড়া প্রচুর পরিমাণে টেস্ট করাতে হবে। এসব না করে শুধু লকডাউন দিয়ে কোনো কাজ হবে না। ভ্যাকসিনের ব্যাপারে সরকার দুর্বল জায়গায় আছে। এ নিয়ে সরকারের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। প্রতিটি জেলায় করোনা হাসপাতাল জরুরি। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে আইসিইউ সংবলিত হাসপাতাল জরুরি। করোনার হাসপাতাল, অক্সিজেন সব থাকতে হবে। কিন্তু সরকারের সেদিকে তেমন কোনো দৃষ্টি নেই। তিনি বলেন, সরকারের উচিত হবে সব রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজসহ সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে করোনার মতো দুর্যোগে একটি জাতীয় ঐক্য গড়া। কারণ লকডাউন বাস্তবায়ন করতে গেলে জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণকে সঙ্গে নিতে গেলে সব রাজনৈতিক দলের ঐক্য জরুরি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর