মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ০০:০০ টা

প্রতি হাজার যক্ষ্মা রোগীর মধ্যে একজন এইডসে আক্রান্ত

নিপসমের গবেষণা

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রতি এক হাজার যক্ষ্মা রোগীর মধ্যে একজন এইডসে আক্রান্ত। এইডসের কারণে যক্ষ্মা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। যক্ষ্মা রোগীদের মধ্যে এইডস-সংক্রান্ত নজরদারিকে এই দুটি রোগের ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে। জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) পরিচালিত ‘এইচআইভি সেরো সার্ভে অ্যামং টিউবারকিউলোসিস পেশেন্টস ইন বাংলাদেশ, ২০১৯-২০২০’ নামক গবেষণায় দেখা গেছে দেশে যক্ষ্মা রোগীদের মধ্যে শূন্য দশমিক ১ শতাংশ এইডস রোগে আক্রান্ত হন। নিপসমের পরিচালক ডা. বায়জিদ খুরশীদ রিয়াজ বলেছেন, এই ফলাফলটি বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক একটি বিষয়। কারণ এইডস রোগীদের মধ্যে যক্ষ্মার প্রাদুর্ভাবের হারটি সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইডসের বিস্তারের মাত্রার একটি স্পর্শকাতর নির্ণায়ক হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। তিনি বলেন, শিক্ষার সঙ্গে সচেতনতার বিষয় আছে। রোগ হলে সারানো যায় কিন্তু প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। যে গৃহিণীরা আক্রান্ত হয়েছেন তাদের পার্টনারদের টেস্ট করা প্রয়োজন ছিল। ২০২০ সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিবি) আওতাধীন টিবি রিপোর্টিং সেন্টারের (টিআরসি) ব্যবস্থাপনায় থাকা ১২ হাজার ৬৫ জন যক্ষ্মা রোগীর ওপর একটি দেশব্যাপী ক্রস-সেকশনাল সমীক্ষা পরিচালনা করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর