বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা
পরীমণির মামলা

জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না নাসির-অমি

আদালত প্রতিবেদক

চিত্রনায়িকা পরীমণির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামি নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিকে জামিন দিয়েছে আদালত। গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোছা. শাহাজাহী তাহমিদা জামিনের এ আদেশ দেন।

তবে এ মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না নাসির ও অমির। কারণ তাদের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ছাড়া দক্ষিণখান থানায় মানব পাচার এবং পাসপোর্ট আইনের আরেক মামলারও আসামি অমি।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ জুন দুপুরে ঢাকার সাভার থানায় পরীমণি মামলা করেন। মামলার পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির ইউ আহমেদসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ, বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। ওইদিনই দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

সর্বশেষ খবর