শিরোনাম
বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

পুলিশ পরিচয়ে একাধিক বিয়ে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

পুলিশ পরিচয়ে মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্কের পর একাধিক বিয়ে চক্রের হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরা একাধিক বিয়ের মাধ্যমে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করতেন। সোমবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- চক্রের হোতা আবু নাছের ওরফে নাছির, তার স্ত্রী রুবি আক্তার ও ইসমাঈল হোসেন। গতকাল সিআইডির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাছির পুলিশের পোশাক পরা অবস্থায় কম বয়সী মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। নিজের তৈরি করা আইডি কার্ড দেখিয়ে পুলিশ সদস্য বলে পরিচয় দিতেন। একপর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ে করেন। এ ছাড়া বিভিন্ন লোককে চাকরি পাইয়ে দেওয়া, বিদেশে লোক পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। আর এই প্রতারণার কাজে তিনি ইসমাইলকে বড় ভাই এবং নিজের স্ত্রী রুবি আক্তারকে বোন বলে পরিচয় দিয়ে প্রতারণা করতেন। সিআইডি জানায়, গ্রেফতার অভিযানে নাছিরের কাছ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইডি কার্ড, এসআই র‌্যাংক ব্যাজ লাগানো এক সেট ইউনিফর্ম, তিনটি পাসপোর্ট, একটি মোবাইল হ্যান্ডসেট এবং সাতটি সিমকার্ড জব্দ করা হয়।

 

সর্বশেষ খবর