বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

সিনোফার্মের ২০ লাখ, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আসছে

নিজস্ব প্রতিবেদক

চীনের সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকার চালান খুব শিগগিরই বেইজিং থেকে ঢাকায় আসছে। বাণিজ্যিক চুক্তির আওতায় প্রথম চালানে বাংলাদেশে আসছে সিনোফার্মের ২০ লাখ টিকা। এ ছাড়া আগামীকাল মডার্নার ২৫ লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশের উড়োজাহাজে করে সিনোফার্মের ওই টিকার চালান বেইজিং থেকে ঢাকায় আনা হবে। চীনের চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনতে বাংলাদেশ সরকার চুক্তি সই করেছে। সিনোফার্ম থেকে টিকা কেনার বিষয়টি গত মাসে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন পায়। এ ছাড়া ওয়াশিংটন থেকে কোভ্যাক্সের মাধ্যমে পাঠানো ২৫ লাখ টিকা দেশে আসছে আগামী শুক্র ও শনিবার। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘জুলাইয়ের ২ ও ৩ তারিখ দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ টিকা আসছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ খবর