বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড

টানা চতুর্থ দিন শতাধিক মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৮২২, মৃত্যু ১১৫

নিজস্ব প্রতিবেদক

সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড

করোনাভাইরাস সংক্রমণে টানা চার দিন শতাধিক মানুষের মৃত্যু দেখল দেশ। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১৫ জন। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৮২২ জনের দেহে। দেশে করোনা মহামারী শুরুর পর এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্তের রেকর্ড। এর আগে পূর্বের সব রেকর্ড ভেঙে ৮ হাজার ৩৬৪ জন রোগী শনাক্তের খবর জানানো হয় গত ২৮ জুন। গত ২৪ ঘণ্টায় আগের রেকর্ডটিও ভেঙে গেছে। তবে এই দুই দিনই ৩৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে, যা আগে কখনো হয়নি। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ১০৫টি নমুনা পরীক্ষায় ৮ হাজার ৮২২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫.১৩ শতাংশ, যা গত ৩৩১ দিনের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ৩ আগস্টের পর এত বেশি শনাক্তের হার কখনো ছিল না। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৫০৩ জন। সুস্থ হয়েছেন ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ১১৫ জনের মধ্যে ৭২ জন ছিলেন পুরুষ ও ৪৩ জন নারী। হাসপাতালে ১০৬ জন ও বাড়িতে ৯ জনের মৃত্যু হয়েছে। আগের দুই দিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায়ও সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এই সময়ে ৩০ জন খুলনা, ২৩ জন চট্টগ্রাম, ২৩ জন রাজশাহী, ১৭ জন ঢাকা, ১১ জন রংপুর, ছয়জন ময়মনসিংহ, তিনজন সিলেট ও দুজন বরিশাল বিভাগে মারা গেছেন। আগের দুই দিনই খুলনা বিভাগে ৩৫ জন করে মারা গিয়েছিলেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৫৭ জন ছিলেন ষাটোর্ধ্ব, ২৫ জন পঞ্চাশোর্ধ্ব, ১৭ জন চল্লিশোর্ধ্ব, ১২ জন ত্রিশোর্ধ্ব ও চারজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার ছিল খুলনা বিভাগে ৩৯.৯১ শতাংশ। এর পরই বরিশাল বিভাগে শনাক্তের হার ছিল ৩৬.১১ শতাংশ। যদিও জুনের শুরুতে বরিশাল ছিল দেশের মধ্যে অন্যতম কম সংক্রমিত বিভাগ। অন্য বিভাগগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল যথাক্রমে সিলেটে ৩২.৭১ শতাংশ, রংপুরে ৩১.৩২ শতাংশ, ময়মনসিংহে ২৭.৩২ শতাংশ, চট্টগ্রামে ২৫.৪৮ শতাংশ, ঢাকায় ২২.৫৫ শতাংশ ও রাজশাহীতে ২০.১২ শতাংশ।

সর্বশেষ খবর